WiFi রাউটারে IPv6 Configure করার নিয়ম

বর্তমানে বাজারে প্রায় সকল রাউটারে IPv6 configure করার অপশন দেওয়া আছে। আপনার রাউটার ৬ – ৮ বছর পুরাতন না হলে আপনিও IPv6 configure করতে পারবেন। রাউটার মডেল এবং ব্রান্ডের ওপর ভিত্তি করে অপশন পরিবর্তন হতে পারে।


আপনাকে প্রথমে আপনার রউটারে লগিন করতে হবে। রাউটারে ঠিক ভাবে লগিন করার পর আপনার রাউটার থেকে IPv6 অপশন খুজে নিতে হবে।

  • আপনার রউটারের IPv6 অপশনটি খুজে বের করে সেটিকে Enable/On করুন।
  • আপানার রউটারের WAN সাইড PPPoE/PPPoEv6 এ কনফিগার করুন।
  • IPv4 এর জন্য যে Username এবং Password ব্যবহার করা হয়েছে এখানে একই ব্যবহার হবে।
  • LAN সাইডে অবশ্যই Prefix Deligation চালু থাকবে।
  • আপনার করা Setting টি Save করুন।

IPv6 সেটআপ হয়েছে কিনা Confirm করুনঃ

আপনি ইন্টারনেটের বিভিন্ন ওয়েবসাইট থেকে আপনার IPv6 যাচাই করতে পারবেন। এখানে আমরা একটি দেখাচ্ছি

  • ক্লিক Whatismyipaddress.
  • এখান থেকে আপনি আপনার IPv4 এবং IPv6 দেখতে পারবেন।

এখানে IPv4 Address টি শেয়ার Address. কিন্তু IPv6 Address টি শুধুমাত্র আপনার ল্যাপটপ/ডেক্সটপ/ফোনের জন্য বরাদ্দ।

যেকোনো সমস্যা হলে আমাদের Hot Line নাম্বারে যোগাযোগ করুন। আমরা আপনাদের সেবায় কাজ করে জাচ্ছি । ধন্যবাদ ।

Leave a Comment

We have been providing fast and reliable broadband internet service since 2013.

Contact

Cyber Solutions BD

Boro Kalibari Market (1st Floor), Boro Kalibari Road, Tangail.

09639401401